Last Updated: Tuesday, October 1, 2013, 10:46
নিষিদ্ধ সংগঠন স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি) সাত কর্মী জেলে ভেঙে পলাতক। অপরাধীরা মধ্য প্রদেশের খান্ডয়া জেলর দুই নিরাপত্তারক্ষীকে ছুড়ি মেরে পালিয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে। পলাতকদের মধ্যে একজন বিচারাধীন আসামী রয়েছে বলে জানা গিয়েছে।