Last Updated: January 3, 2014 15:27

লালগ্রহে বাসা বাঁধার জন্য সারা পৃথিবীজুড়ে ১০৫৮ জনের সংক্কগিপ্ত তালিকয় ঢুকে পড়লেন ৬২ জন ভারতীয়ও। ২০২৪ সালে মঙ্গলগ্রহে পাকাপাকিভাবে মানুষের বস্তি তৈরি করতে চারজন পুরুষ আর চারজন মহিলাকে একমুখী মঙ্গলযাত্রায় পাঠানোর কথা ঘোষণা করেছিল মার্স ওয়ান নামের এক বেসরকারী সংস্থা। নেদারল্যান্ডের এই সংস্থাটির কাছে সারা পৃথিবী থেকে ১৪০টি দেশের মঙ্গলযাত্রায় ইচ্ছুক ২লক্ষ আবেদন জমা পড়েছিল। আবেদন করেছিলেন ২০,০০০ ভারতীয়ও।
১,০৫৮ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ২৯৭ জন নির্বাচিত হয়েছেন। কানাডা থেকে নির্বাচিত হয়েছেন ৭৫জন। ভারত থেকে ৬২ ও রাশিয়া থেকে ৫২জন নির্বাচিত হয়েছেন।
মার্স ওয়ানের কাছে ই মেলের মাধ্যমে আবেদন জমা পড়েছিল। সেই ই মেলগুলির উপর ভিত্তি করে শারীরিক ও মানসিকভাবে আবেদনকারীদের মধ্যে থেকে সংক্ষিপ্ততালিকা তৈরি করেছে এই সংস্থাটি। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের এখনই হতাশ হওয়ার কিছু নেই। ২০১৪-১৫ সালে তারা ফের মঙ্গল যাত্রার জন্য আবেদন করতে পারবেন।
First Published: Friday, January 3, 2014, 15:27