Last Updated: Friday, January 3, 2014, 15:27
লালগ্রহে বাসা বাঁধার জন্য সারা পৃথিবীজুড়ে ১০৫৮ জনের সংক্কগিপ্ত তালিকয় ঢুকে পড়লেন ৬২ জন ভারতীয়ও। ২০২৪ সালে মঙ্গলগ্রহে পাকাপাকিভাবে মানুষের বস্তি তৈরি করতে চারজন পুরুষ আর চারজন মহিলাকে একমুখী মঙ্গলযাত্রায় পাঠানোর কথা ঘোষণা করেছিল মার্স ওয়ান নামের এক বেসরকারী সংস্থা। নেদারল্যান্ডের এই সংস্থাটির কাছে সারা পৃথিবী থেকে ১৪০টি দেশের মঙ্গলযাত্রায় ইচ্ছুক ২লক্ষ আবেদন জমা পড়েছিল। আবেদন করেছিলেন ২০,০০০ ভারতীয়ও।