কেরলের ৭৪ শতাংশ অপ্রাপ্তবয়স্কেরই নেশা করার অভ্যাস রয়েছে, বলছে সমীক্ষা

কেরলের ৭৪ শতাংশ অপ্রাপ্তবয়স্কেরই নেশা করার অভ্যাস রয়েছে, বলছে সমীক্ষা

কেরলের ৭৪ শতাংশ অপ্রাপ্তবয়স্কেরই নেশা করার অভ্যাস রয়েছে, বলছে সমীক্ষা কেরলের ৭৪ শতাংশ অপ্রাপ্তবয়স্ক তামাকে আসক্ত। জানাচ্ছে ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টার ও অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সমীক্ষা।

পাঁচ থেকে আঠেরো বছর বয়সী ১১৯ জন অপ্রাপ্তবয়স্কের ওপর চালানো সমীক্ষা প্রকাশিত হয় বৃহস্পতিবার। এছাড়াও ২৭টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪ হাজার ২৪ জন অপ্রাপ্তবয়স্কর ওপরও সমীক্ষা চালানো হয়েছিল। বা়ডিতে পরিবারের সঙ্গে থাকা শিশুদের মতোই সমীক্ষার আওতায় ছিল ফুটপাথের শিশুরাও। সমীক্ষায় দেখা গিয়েছে, অ্যালকোহল, তামাক ও ইনহেলারের মতো বস্তু দিয়ে নেশা শুরু করে অপ্রাপ্তবয়স্করা। এই জিনিসগুলো বেআইনিও নয়, সমাজের কাছেও গ্রহণযোগ্যতা রয়েছে।

কেরলের ডিআইজি ও স্টুডেন্ট পুলিস ক্যাডেট এবং আওয়ার রেসপন্সিবিলিটি টু চিলড্রেনের রাজ্যের প্রধান পি বিজয়ন মনে করেন নেশাগ্রস্থ হয়ে পড়ে অপরাধ জগতে চলে যাওয়ার প্রবণতা বাড়ছে। ""এসপিসি-র প্রধান দায়িত্ব শিশুদের এই বিষয়ে সতর্ক ও ওয়াকিবহাল করা,`` বলেন বিজয়ন।

First Published: Thursday, February 27, 2014, 23:57


comments powered by Disqus