Last Updated: Monday, August 5, 2013, 18:53
বয়সের বলিরেখা কি আপনাকে চিন্তায় ফেলেছে? এই ওষুধ সেই ওষুধ, এই ক্রিম ওই ক্রিম, ওয়ার্কআউট, বিউটি পার্লারে সাপ্তাহিক চক্করেও কি চামড়ার অবাধ্য কোঁচকানো আর বাধ মানছে না? চুলের কৃষ্ণবর্ণও সফেদির দাপটে দিশাহারা? এই সব প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয় তাহলে আপনার সমস্যা সমাধানের এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ডায়াবেটিসের ওষুধ বার্ধক্য প্রতিরোধে ম্যাজিকাল ফলাফল দিতে পারে।