Last Updated: May 2, 2014 14:05

কেরালায় যৌন নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারালেন ৮৪ বছরের এক বৃদ্ধা। আজ সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই বৃদ্ধা। কেরালার কোল্লামের ছাভারাতে লজ্জাজনক ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে।
নিগৃহীতা মহিলা তাঁর বাড়িতে একাই থাকতেন। গতকাল অচেতন অবস্থায় তাঁকে তাঁর বাড়ি থেকেই উদ্ধার করেন প্রতিবেশীরা।
তিরুবন্থপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া যায়।
অপরাধীর সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিস।
First Published: Friday, May 2, 2014, 14:05