Last Updated: Monday, June 2, 2014, 13:31
বীরভূমে আদিবাসী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গতকাল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। আজ ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে আগামি ১৩ জুন অবধি বহরমপুর জুভেনাইলে রাখার নির্দেশ দেন বিচারক। এদিকে মেডিক্যাল পরীক্ষার পর নিগ্রীহিতা কিশোরীকে সিউড়ির একটি হোমে রাখা হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি ওই ঘটনায় অন্য আরএক অভিযুক্ত দিলীপ মারান্ডি ও গ্রামের মোড়ল গম্বু মুর্মুর।