Last Updated: April 28, 2014 11:53

দক্ষিণ-মধ্য আমেরিকায় শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ল। শক্তিশালী এই টর্নেডোর আঘাতে লন্ডভন্ড আর্কানসাস, ওকলাহামা অঞ্চল। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। টর্নেডোর আঘাতে ৪৫টি বাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে।

৩৮০০ জন লোককে জীবত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গোটা অঞ্চলে বিদ্যুত, টেলিফোন সংযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়েছে। বেশিরভাগ রাস্তায় এখনও গাছ ভেঙে পড়ে আছে।

টর্নেডো চলাকালীন ওকলাহামার রাস্তা থেকে একটা গাড়ি উড়ে গিয়ে পড়ে প্রায় দেড় কিলোমিটার দূরে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওকলাহামা শহর থেকে ২০০ মাইল উত্তর পূর্বে টুইস্টার দেখা যায়।
First Published: Monday, April 28, 2014, 11:59