tornadoes - Latest News on tornadoes| Breaking News in Bengali on 24ghanta.com
মার্কিন মুলুকের টর্নেডোতে গাড়ি উড়ে পড়ল দেড় কিমি দূরে, হত ৯

মার্কিন মুলুকের টর্নেডোতে গাড়ি উড়ে পড়ল দেড় কিমি দূরে, হত ৯

Last Updated: Monday, April 28, 2014, 11:53

দক্ষিণ-মধ্য আমেরিকায় শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ল। শক্তিশালী এই টর্নেডোর আঘাতে লন্ডভন্ড আর্কানসাস, ওকলাহামা অঞ্চল। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। টর্নেডোর আঘাতে ৪৫টি বাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে।