Last Updated: September 7, 2013 15:28

নরেন্দ্র মোদীর পাঠানো টেক্সটের জবাব মনমোহন সিং দিচ্ছেন ফেসবুকে। কিংবা সুষমা স্বরাজের সরকার বিরোধী কটাক্ষের, টুইটারে পাল্টা জবাব দিচ্ছেন সোনিয়া গান্ধী। এখন গল্প মনে হলেও, কংগ্রেস শিবিরের দাবি, এছবি শুধু সময়ের অপেক্ষা। মাঠে লড়াই তো চলছেই। এবারের যুদ্ধ ওয়েবে।
টেক স্যাভি নরেন্দ্র মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়তে এবার সোস্যাল নেটওয়ার্কি সিস্টেমের দখল নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাল কংগ্রেসও। রাহুল গান্ধীর স্বপ্ন দিল্লির যেকোন বার্তা কম্পিটারের বোতামে হাত ছোঁয়ালেই পৌঁছে যাবে কাকদ্বীপের গ্রামে। অথবা হাসনাবাদের কোনও যুবতীর অভিযোগ তিনি জানতে পারবেন দশ নম্বর জনপথে বসেই। তাঁরই উদ্যোগে দেশের ৩৬টি প্রান্ত থেকে চালু হচ্ছে সোস্যাল নেটওয়ার্কি সিস্টে। সূত্রপাত হল কলকাতায়।
ফলে পশ্চিমবঙ্গের বুকে ক্রমশ টেকস্যাভি হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ও যে তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ তাও স্পষ্ট। মিছিলে ময়দানে তাদের দেখা না গেলেও, প্রশিক্ষণ শিবিরে টিনএজারদের ভিড় রীতিমতো নজর কেড়েছে। সাম্প্রতিক সার্ভে রিপোর্টে বলা হয়েছে, বিজেপি কংগ্রেসের থেকে স্যোসাল নেটওয়ার্কি সিস্টেমে কয়েক যোজন এগিয়ে. তাই দৌড়ে পিছিয়ে পড়েও, তাকে টপকে যাওয়ার চেষ্টায় রাহুল গান্ধী।
First Published: Saturday, September 7, 2013, 16:15