Last Updated: Saturday, September 7, 2013, 15:28
নরেন্দ্র মোদীর পাঠানো টেক্সটের জবাব মনমোহন সিং দিচ্ছেন ফেসবুকে। কিংবা সুষমা স্বরাজের সরকার বিরোধী কটাক্ষের, টুইটারে পাল্টা জবাব দিচ্ছেন সোনিয়া গান্ধী। এখন গল্প মনে হলেও, কংগ্রেস শিবিরের দাবি, এছবি শুধু সময়ের অপেক্ষা। মাঠে লড়াই তো চলছেই। এবারের যুদ্ধ ওয়েবে।