Last Updated: June 10, 2014 10:41

--------------------------------------------------------
রাজ্য সড়কে ফের অবরোধ। তবে এবার যিনি অবরোধ করলেন তিনি একটু আলাদা ধরনে। কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে পতাকা হাতে জোর জবরদস্তি করে নয়, তিনি একাই দীর্ঘক্ষণ আটকে রাখলেন রাজ্য সড়ক।
হাতির ভয়ে যান চলাচল বন্ধ ডুয়ার্সের গয়েরকাটা-নাথুয়া রাজ্য সড়কে। ভোর থেকে ডুয়ার্সের মোরাঘাট জঙ্গল লাগোয়ে এলাকায় একটি দলছুট হাতি রাস্তায় দাড়িয়ে রয়েছে। রাস্তা থেকে হাতিটিকে সরানোর চেষ্টা করা হলেও হাতিটি এখনও পর্যন্ত সরেনি। রাস্তায় হাতি থাকায় সকাল থেকে ওই রাস্তায় কোনও যান চলাচল করছে না।
(বিস্তারিত খবর কিছু পরে)
First Published: Tuesday, June 10, 2014, 10:55