Last Updated: Saturday, August 10, 2013, 10:30
দামাল দাঁতালের খানা-পিনার চক্করে ঘুম ছুটেছে পুরুলিয়ার বাপিবড়া গ্রামের বাসিন্দাদের। কখনও চাষের জমিতে ঢুকে ফসল খেয়ে নেওয়া, তো কখনও আবার জলাশয়ে নেমে স্নান, জলপান, সবই চলছে বহাল তবিয়তে। শুধু মন নেই জঙ্গলে ফেরার দিকেই। গত কয়েকদিন পুরুলিয়ার পঞ্চকূট পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকার পর শুক্রবারই নেমে এসেছে দলছুট এই দাঁতাল।