`রহমানিশক`-এ ভাসল শহর, কলকাতা গাইল `জয় হে`

শহরের হৃদয় জিতল`রহমানিশক', কলকাতা গাইল `জয় হে`

শহরের হৃদয় জিতল`রহমানিশক', কলকাতা গাইল `জয় হে``রহমানিশক`-এ মাতল শহর। এ আর রহমানের গানের সুরে ভেসে গেল প্রাণের শহর কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কারজয়ী সুরকারের ছন্দে গাইল-নাচল কলকাতা। এই কনসার্ট ঘিরে আবেগ আর উচ্ছ্বাস এমন এক জায়গায় চলে গেল যা নিয়ে বিষ্ময়প্রকাশ করলেন শিল্পী নিজে।

এখানে ক্লিক করে দেখুন কলকাতায় রহমানিশক-এর অনুষ্ঠান ভিডিওতে

দুর্গাপুজোর আগে বাঙালিকে গানের বাহনে চড়ালেন রহমান। গাইলেন একের পর এক হূদয় ছোঁয়া গান।

কলকাতার পর এ আর রহমানের কনসার্ট এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে ইন্দিরা গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে। এর পরের কনসার্টগুলো হবে রাজস্থানের জয়পুর ও গুজরাটের আমেদাবাদে।’

`রহমানিশক`-এর প্রথম শো` আয়োজন হয় সিডনিতে, অগাস্ট ২৪৷ ভারতে কলকাতা দিয়ে শুরু হল রহমান কনসার্ট ৷





First Published: Wednesday, October 2, 2013, 15:22


comments powered by Disqus