Last Updated: Wednesday, October 2, 2013, 15:14
`রহমানিশক`-এ মাতল শহর। এ আর রহমানের গানের সুরে ভেসে গেল প্রাণের শহর কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনে অস্কারজয়ী সুরকারের ছন্দে গাইল-নাচল কলকাতা। এই কনসার্ট ঘিরে আবেগ আর উচ্ছ্বাস এমন এক জায়গায় চলে গেল যা নিয়ে বিষ্ময়প্রকাশ করলেন শিল্পী নিজে।