Last Updated: September 23, 2013 15:31

জরুরি পরিষেবার জন্য আধার কার্ড আবশ্যিক নয়। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ এই নির্দেশিকায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের যুক্তি ছিল, সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবেই এই প্রকল্প শুরু করেছিল তারা. এই যুক্তিকে চ্যাসেঞ্জ করেই দায়ের হয় জনস্বার্থ মামলা।
আধার কার্ড প্রকল্প আদৌ স্বেচ্ছামূলক কি না, সেই প্রশ্ন তুলেই দায়ের হয় এই মামলা। প্রকল্পে অবিলম্বে স্থগিতাদেশের আবেদনও জানানো হয়। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, জরুরি পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্র বা রাজ্য সরকার কোনওভাবেই নাগরিকের আধার কার্ড রয়েছে কিনা, তা দেখতে পারে না।
আধার কার্ড প্রকল্পে ইতিমধ্যেই পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে জবাব দিতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
First Published: Monday, September 23, 2013, 15:35