Aadhar cards - Latest News on Aadhar cards| Breaking News in Bengali on 24ghanta.com
জরুরি পরিষেবার জন্য আধার কার্ড আবশ্যিক নয়,নির্দেশিকা সুপ্রিম কোর্টের

জরুরি পরিষেবার জন্য আধার কার্ড আবশ্যিক নয়,নির্দেশিকা সুপ্রিম কোর্টের

Last Updated: Monday, September 23, 2013, 15:31

জরুরি পরিষেবার জন্য আধার কার্ড আবশ্যিক নয়। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ এই নির্দেশিকায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের যুক্তি ছিল, সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবেই এই প্রকল্প শুরু করেছিল তারা. এই যুক্তিকে চ্যাসেঞ্জ করেই দায়ের হয় জনস্বার্থ মামলা।