Last Updated: July 1, 2013 17:32

দুর্ঘটনায় আহত হলেন আম আদমি পার্টির প্রার্থী সন্তোষ কোলি। রবিবার একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি এখন হাসপাতালে ভর্তী রয়ছেন। কোলির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গতকাল গাজিয়াবাদের লিঙ্ক রোড থানার কৌশম্বির কাছে তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনায় ষড়যন্ত্র করে হত্যার অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, "আমাদের কাছে কোনও প্রমাণ নেই। তাও আমরা মনে করছি, এটা স্বাভাবিক দুর্ঘটনা নয়।" ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কেজরিওয়াল।
First Published: Monday, July 1, 2013, 17:33