সন্তোষ কোলি - Latest News on সন্তোষ কোলি| Breaking News in Bengali on 24ghanta.com
আম আদমির নেতাকে 'খুনের' চেষ্টা, গুরুতর আহত প্রার্থী

আম আদমির নেতাকে 'খুনের' চেষ্টা, গুরুতর আহত প্রার্থী

Last Updated: Monday, July 1, 2013, 17:32

দুর্ঘটনায় আহত হলেন আম আদমি পার্টির প্রার্থী সন্তোষ কোলি। রবিবার একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি এখন হাসপাতালে ভর্তী রয়ছেন। কোলির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।