Aamir Khan 2006 poaching case: Final hearing begins

সলমনের পর আমির খান, কৃষ্ণসার হত্যায় নাম জড়াল বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের

সলমনের পর আমির খান, কৃষ্ণসার হত্যায় নাম জড়াল বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের   বলিউড পারফেক্টশনিস্ট আমির খানের বিরুদ্ধে চুড়ান্ত শুনানি শুরু করল গুজরাত উচ্চ আদালত। সলমন খানকে কৃষ্ণসার শিকার করে আদালতে প্রায় হাজিরা হতে হচ্ছে। সেই একই দলে এবার আমির খানের নাম।

এক দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ২০০১ তৈরি লগন সিনেমায় একটি কৃষ্ণসার মারার দৃশ্য দেখানো হয়েছিল। এই চোরাশিকারের জন্য ছয় বছর পর কচ অভয়ারণ্য অভিযোগ দায়ের করে। লগন টিমের ছয় জনের বিরুদ্ধে বেআইনীভাবে হরিণ শিকারের অভিযোগ আনা হয়। তবে আমির জানিয়েছেন, লগন সিনেমা শ্যুট হয়েছিল ২০০০ সালে, কিন্তু ছয় বছর পর কেন এই অভিযোগ আনা হচ্ছে? আগামী ৩০ জুন গুজরাত উচ্চ আদালতে চুড়ান্ত শুনানি হবে।

First Published: Saturday, June 28, 2014, 17:48


comments powered by Disqus