Last Updated: Saturday, February 22, 2014, 22:55
তাহলে শুধুমাত্র বিমান চড়া কালীনই বলিউডের দুই মস্ত খান আমির আর শাহরুখ কাছাকাছি আসেন তাই নয়! এ যাবত কালের বলিউডের সেরা চমকটা দিলেন মিস্টার পারফেকসনিস্ট আমির খান। তাঁর আর শাহরুখের মধ্যের সমস্ত টানাপোড়েন, ঠাণ্ডা লড়াইয়ের খবর নাকি সেরেফ গুজব! একটি বিখ্যাত দৈনিকে আমির জানালেন দাবি করেছেন শাহরুখ নাকি তাঁর বন্ধুও!