Last Updated: December 8, 2013 11:13
কেজরিওয়ালের কেরামতি। মোদী ম্যাজিক। দিল্লিতে মুখ ধুবড়ে পড়ল কংগ্রেস। ৭০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৩৫টি আসনে, আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ২৬টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৭টি আসনে। ২টি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা। পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।
এদিন আম আদমি পার্টির ভাল ফলের পর আন্না হাজারে বলেন, "মানুষ দুর্নীতির জন্য কংগ্রেসকে শাস্তি দিচ্ছে।"
রাজীব শুক্লা বলেন, "প্রচুর ভোট কেটেছে আম আদমি পার্টি, তাই দিল্লিতে আমরা জিততে পারলাম না।"
লালকৃষ্ণ আডবানী বলেন, "আম আদমি পার্টির কোনও সম্ভাবনাই নেই, জিতব আমরাই।"
First Published: Sunday, December 8, 2013, 13:42