আম আদমিতে আস্থা অরবিন্দের, কেজরিওয়ালে আস্থা আন্নার, হর্ষবর্ধনের তোপের মুখে মুখ্যমন্ত্রী, বিকেল ৫টায়

আম আদমিতে আস্থা অরবিন্দের, কেজরিওয়ালে আস্থা আন্নার, হর্ষবর্ধনের তোপের মুখে মুখ্যমন্ত্রী, বিকেল ৫টায় বিধানসভায় ভোট, পড়ুন LIVE UPDATE

আম আদমিতে আস্থা অরবিন্দের, কেজরিওয়ালে আস্থা আন্নার, হর্ষবর্ধনের তোপের মুখে মুখ্যমন্ত্রী, বিকেল ৫টায় বিধানসভায় ভোট, পড়ুন LIVE UPDATEরাজধানীতে আজ আস্থা পরীক্ষার সামনে আম আদমি পার্টি। আট জন কংগ্রেস বিধায়কই সমর্থন করেছে আপকে। পড়ুন LIVE UPDATE-

৩:১৮- বিজেপি মানুষকে ভুল পথে চালিত করছে বলে জানান, বিরোধী আসনে বসার যন্ত্রনা আমরা বুঝতে পারছি। যেভাবে বর্ষ বর্ধন অপেক্ষারত মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন, নরেন্দ্র মোদী অপেক্ষারত প্রধানমন্ত্রী হয়েই থাকবেন। আমরা আপকে সমর্থন করেছি কারণ দিল্লির জনগন এটাই চেয়েছে।
৩:১৪- দিল্লি কংগ্রেসের সভাপতি অরবিন্দর সিং লভলি বিতর্ক শুরু করলেন।
২:৫০-হর্ষ বর্ধন বলেন, আমিও কৃষ্ণ নগর থেকে দ্বারকা গিয়ে আমার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করি। কখনই মিডিয়াকে ডাকি না আমার ছবি তুলতে। মেট্রোয় যাতায়াত করে মুখ্যমন্ত্রী মানুষের নিরাপত্তা বাড়ানোর বদলে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন।
২:২০- সরকারকে অভিনন্দন জানিয়ে হর্ষ বর্ধন বললেন, ভোটের আগে কেজরিওয়াল সবথেকে সত্ রাজনৈতিক দলকে ভোট দিতে বলেছিলেন। দিল্লির অধিকাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা বিরোধী আসনে বসে। কংগ্রেসের বিরুদ্ধে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের কারণে মানুষ আপকে ভোট দিয়েছে। তবে আপ কেন সেই কংগ্রেসের সঙ্গেই হাত মেলালো?
২:১২-মনীশ সিসোদিয়া জানালেন, সরকার গড়তে আপ আপোস করবে না। আপ উন্নয়নের জন্য এসেছে।
২:১০-বিধানসভায় শুরু হল অধিবেশন।
১:৪৫- দিল্লিতে বিজেপির মিটিংয়ের পর হর্ষ বর্ধন জানালেন আস্থা ভোটের বিরোধিতা করবে বিজেপি।
১:২০-আস্থা ভোটের সময় কংগ্রেসের সব বিধায়করা উপস্থিত থাকবেন। জানালেন, বল্লিমরনের বিধায়ক হারুন ইউসুফ।
১:১৮-বিতর্কের সময় আপ-এর বক্তারা, অরবিন্দ কেজরিওয়াল, রাখি বিড়লা, বিনোদ কুমার বিন্নি, মদন লাল, সৌরভ ভরদ্বাজ
১২:৪৫-দিল্লি বিধানসভায় পৌঁছলেন কেজরিওয়াল। বললেন, মানুষ আমাদের সঙ্গে রয়েছে।
১১:৫৩-দুপুর ২টোয় হবে আস্থা ভোট।
১১:৪৬-আন্না হাজারে বললেন আস্থা ভোটে জিতবেই আম আদমি পার্টি।
১১:২২-স্থায়ী চাকরির দাবীতে কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় দিল্লি মেট্রোর কর্মীদের।
১০:৫০- বিজেপি নেতা ও বিধায়ক জগদীশ মুখি স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দিলেন। তাঁর বিরোধী প্রার্থী আপ-এর এম এস ধীর।
১০:৩৫-আকালি দল বিধায়ক জিতেন্দর সিং শান্তি আন্না হাজারের সঙ্গে বিশ্বাসঘাতকতার দোষ দুষলেন কেজরিওয়ালকে।
১০:৩০-বিজেপি সদস্য হর্ষবর্ধন দলের বিধায়কদের আস্থার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করলেন।
১০:২৬-চার বারের বিজেপি বিধায়ক নরেশ গউর বলেন বিজেপিকে ভয় করে আপকে সমর্থন করছে কংগ্রেস।
৯:৩০-কংগ্রেসের ৮ জন বিধায়কই আপের পক্ষে ভোট দেবেন।
৮:০০-আজ বিধানসভায় আস্থা ভোটের সামনে আম আদমি পার্টি।

First Published: Thursday, January 2, 2014, 17:16


comments powered by Disqus