Last Updated: Wednesday, April 9, 2014, 22:58
অভিনব প্রচারের মাধ্যনমে দেশের জনতার কাছে পৌছতে কোনও কসরতই ছাড়ছে না বিজেপি। একদিন ৪-৫টা প্রচার মিছিলও করছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এর মধ্যেই বিজেপির পোস্টার সারা দেশে উত্তেজনা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিজেপি খুবউ আক্রমণাত্মক। প্রচারের পাঞ্চলাইন-অব কি বার মোদি সরকার-এর ব্যঙ্গও শুরু হয়ে গেছে।