লখনউতে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে আপ প্রার্থী অভিনেতা জাভেদ জাফরি

লখনউতে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে আপ প্রার্থী অভিনেতা জাভেদ জাফরি

লখনউতে রাজনাথ সিংয়ের বিরুদ্ধে আপ প্রার্থী অভিনেতা জাভেদ জাফরি লোকসভা নির্বাচনে লখনউতে বিজেপি প্রার্থী রাজনাথ সিংয়ের প্রতিদ্বন্ধী তালিকায় যোগ হল নতুন নাম। বিজেপির প্রেসিডেন্টের বিরুদ্ধে লখনউ লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির হয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন অভিনেতা জাভেদ জাফরি। আজ আপের তরফ থেকে এই বিখ্যাত কমেডিয়ান, ডান্সার এবং রিয়েলিটি শো-এর বিচারকের নাম ঘোষণা করা হল।

রাজনীতির ময়দানে নবাগত জাভেদ জাফরির সামনে লড়াইটা কিন্তু বেশ কঠিন। ওই একই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়ছেন উত্তর প্রদেশ কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট রীতা বহুগুণা যোশি। অন্যদিকে, উত্তর প্রদেশের ক্ষমতাসীন সমাজবাদী পার্টির প্রার্থী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিষেক মিশ্র।

৬২ বছরের বিজেপি প্রধান গত লোকসভা নির্বাচনে গাজিয়াবাদ থেকে জিতে ছিলেন। কিন্তু এই বার দেশের সব থেকে বড় রাজ্যের রাজধানীকেই তিনি বেছে নিয়েছেন। যদিও এই নিয়ে বিজেপির মধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। লখনউয়ের বর্তমান সাংসদ বর্ষীয়ান বিজেপি নেতা লালজি ট্যান্ডন এই সিদ্ধান্তে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন তিনি অন্য কোনও লোকসভা কেন্দ্র থেকে মোটেও লড়তে রাজি নন।

First Published: Monday, March 31, 2014, 21:31


comments powered by Disqus