Last Updated: Monday, March 31, 2014, 21:31
লোকসভা নির্বাচনে লখনউতে বিজেপি প্রার্থী রাজনাথ সিংয়ের প্রতিদ্বন্ধী তালিকায় যোগ হল নতুন নাম। বিজেপির প্রেসিডেন্টের বিরুদ্ধে লখনউ লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির হয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন অভিনেতা জাভেদ জাফরি। আজ আপের তরফ থেকে এই বিখ্যাত কমেডিয়ান, ডান্সার এবং রিয়েলিটি শো-এর বিচারকের নাম ঘোষণা করা হল।