Last Updated: August 20, 2013 16:28

গ্রেফতার হওয়া লস্কর নেতা সৈয়দ আবদুল করিম টুন্ডা আদালত চত্বরে চড় খেলেন। দিল্লি পুলিস যখন টুন্ডাকে আদালতে নিয়ে যাচ্ছিল তখনই হঠাত্ই হিন্দু সেনা নামের এক সংগঠনের কিছু কর্মী তেড়ে গিয়ে তাকে চড় কষান। পুলিসি ঘেরাটোপে এড়িয়ে দাউদ ঘনিষ্ঠ টুন্ডাকে চড় মারার ঘটনায় অস্বস্তিতে পরে যায় প্রশাসন।
টুন্ডাকে চড় মারার অপরাধে হিন্দু সেনাদের কর্মীদের আটক করা হয়েছে।
দাউদের কীর্তি, পাকিস্তানের পর্দাফাঁস করার পর টুন্ডা এ বার বলেন, ২০১০ কমনওয়েলথ গেমসের সময় তিনি দিল্লিকে ওড়ানোর ছক কষেছিলেন। গত শুক্রবার শুক্রবার ইন্দো-নেপাল সীমান্ত এলাকা থেকে টুন্ডাকে গ্রেফতার করে দিল্লি পুলিসের স্পেশাল সেল৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের পিখুয়ায় জন্ম আব্দুল করিম ওরফে টুন্ডার৷
ছাত্রাবস্থাতেই নিষিদ্ধ সংগঠন সিমির সংস্পর্শে আসে সে৷ কিছুদিনের জন্য হোমিওপ্যাথি চিকিত্সাও করে টুন্ডা৷ রপরই বাড়ি ছেড়ে সরাসরি জেহাদে যোগ দেয় টুন্ডা৷ ইন্ডিয়ান মুজাহিদিনের পর সদস্যপদ পায় লস্কর-ই-তৈবার৷ ক্রমেই বোমা বানানোয় সে হয়ে ওঠে সিদ্ধহস্ত৷
First Published: Tuesday, August 20, 2013, 16:36