Last Updated: Monday, August 19, 2013, 11:21
আরও একটা বিস্ফোরক তথ্য দিলেন গ্রেফতার হওয়া লস্কর-ই-তৈবার নেতা আবদুল করিম টুন্ডা। জেরার মুখে টুন্ডা বললেন, দাউদ ইব্রাহিমের জাল নোটের বিশাল বড় কারখানার মূল কাজকর্ম দেখাশোনা করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। সেই জাল নোটের কারখানায় ভারতের টাকা জাল করা হয়। প্রতি বছর ১৬০০ কোটি ভারতীয় টাকা ছাপানো হয় সেই জাল নোট তৈরির কারখানায়।