Last Updated: December 6, 2013 00:05

আবরাম। গৌরি-শাহরুখ খানের তৃতীয় সন্তান। জুলাই মাসে সঠিক সময়ের কয়েক মাস আগেই জন্মেছে আবরাম। তাই জন্মের পর থেকেই অসুস্থ ছিল আবরাম। কিন্তু এখন আবরাম সুস্থ বলে জানালেন শাহরুখ। কিং খানের মতই গালেও টোল পড়ে ছোট্ট আবরামের।
শাহরুখ বলেন, "আবরাম খুব হ্যান্ডসাম মাসাল্লাহ, এখন সুস্থ, আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছে। গালে টোলও পড়ে।"
শাহরুখে বড় ছেলে আরিয়ানের বয়স এখন ১৬, মেয়ে সুহানার ১৩। তবে এতদিন পর হঠাত্ তৃতীয় সন্তানের সিদ্ধান্ত? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, "আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। শেষ চার, পাঁচ বছর ধরে ওরা স্কুলে বেশি সময় কাটাচ্ছে, বাইরে যাচ্ছে, আগে সবসময় আমাদের সঙ্গেই থাকত, ওদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তাই কিছুদিন ধরে এগুলো খুব মিস করছিলাম। শেষ কয়েক বছর ওরা বন্ধুদের সঙ্গে সময় কাটাত, নিজেদের ঘরে বেশি সময় থাকত। এখনতো আমার ছেলে লন্ডন চলে গিয়েছে পড়াশোনার জন্য, আমার মেয়েও যেতে চাইবে। এখন আমি আর গৌরি একা। তাই আবরামকে নিয়ে আসা। আবরাম আমাদের ব্যস্ত রাখে।"
First Published: Friday, December 6, 2013, 12:18