Last Updated: Friday, February 28, 2014, 22:00
ছ-দিন ধরে নিখোঁজ এক ছাত্রের দেহ উদ্ধার হল তার নিজের বাড়ি থেকেই। রহস্যজনক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটির গৌরীপুর চৌমাথা এলাকায়। তেইশে ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ছাত্র ঋষভ জয়সওয়াল। থানায় নিখোঁজ ডায়েরিও করে তাঁর পরিবার। তাঁদের দাবি, কাল রাতেও দু লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল। আজ সকালে বাড়ির ভিতরে সিঁড়ির নীচে স্টোররুম থেকেই ওই ছাত্রের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে।