তিন তারকা নেই, চিন্তায় সুব্রত

তিন তারকা নেই, চিন্তায় সুব্রত

তিন তারকা নেই, চিন্তায় সুব্রতপুণেয় এয়ার ইন্ডিয়া ম্যাচে ব্যারেটো, লিমা, জুয়েলের না থাকা ভাবাচ্ছে মোহনবাগান টিডি সুব্রত ভট্টাচার্যকে। সোমবার চোটের কারণে খেলতে পারবেন না দলের ৩ গুরুত্বপূর্ণ সদস্য। মোহনবাগান টিডিও মানছেন, এদের না থাকাটা একটা বড় ফ্যাক্টর।
 
ব্যারেটো, লিমা না থাকায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এক বিদেশি নিয়ে খেলতে হবে মোহনবাগানকে।

First Published: Saturday, March 24, 2012, 21:02


comments powered by Disqus