Last Updated: March 24, 2012 21:02

পুণেয় এয়ার ইন্ডিয়া ম্যাচে ব্যারেটো, লিমা, জুয়েলের না থাকা ভাবাচ্ছে মোহনবাগান টিডি সুব্রত ভট্টাচার্যকে। সোমবার চোটের কারণে খেলতে পারবেন না দলের ৩ গুরুত্বপূর্ণ সদস্য। মোহনবাগান টিডিও মানছেন, এদের না থাকাটা একটা বড় ফ্যাক্টর।
ব্যারেটো, লিমা না থাকায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এক বিদেশি নিয়ে খেলতে হবে মোহনবাগানকে।
First Published: Saturday, March 24, 2012, 21:02