Last Updated: Sunday, May 4, 2014, 21:22
কথা আগেই চূড়ান্ত হয়ে গেছিল। রবিবার চার্চিলের চুক্তিপত্রে সই করে ফেললেন ওকেলি ওডাফা। নাইজেরীয় গোলমেশিনের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে গোয়ার এই ক্লাবটির। তবে মোহনবাগানের থেকে অনেক কম টাকায় চার্চিলে খেলতে হচ্ছে ওকেলি ওডাফাকে। এমনকি শোনা যাচ্ছে প্রথম বছরে এক কোটি টাকার কম টাকার কমে খেলবেন তিনি। চার্চিল ছেড়েই মোহনবাগানে যোগ দিয়েছিলেন ওডাফা।