ছোটবেলায় যৌন হেনস্থার অভিজ্ঞতা, বড় হওয়ার পর কমিয়ে দেয় অবসাদ কাটিয়ে ওঠার ক্ষমতা

ছোটবেলায় যৌন হেনস্থার অভিজ্ঞতা, বড় হওয়ার পর কমিয়ে দেয় অবসাদ কাটিয়ে ওঠার ক্ষমতা

ছোটবেলায় যৌন হেনস্থার অভিজ্ঞতা, বড় হওয়ার পর কমিয়ে দেয় অবসাদ কাটিয়ে ওঠার ক্ষমতা  শৈশবে যৌন হেনস্থার অভিশাপ কারোর মনে এতটাই গভীর ক্ষত তৈরি করে যে বড় হওয়ার পরেও জীবনের বিভিন্ন কোনও ক্ষেত্রে সমস্যার সঙ্গে লড়াই করার মানসিকতাই তারা হারিয়ে ফেলে। এমনকি অবসাদ কাটাতেও ব্যর্থ হয় তারা। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১,১২৮ জন কানাডাবাসী অবসাদগ্রস্ত প্রাপ্তবয়স্কদের উপর পরীক্ষা করে দেখেছেন বেশীরভাগ ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের পর অবসাদ কাটিয়ে উঠতে পেরেছেন তারা। কিন্তু ছোট বেলায় যৌন নির্যাতনের শিকার যারা তারা কোনও অবস্থাতেই অবসাদ কাটিয়ে উঠতে পারেননি।

এই গবেষণায় দেখা গেছে ২ বছরের মধ্যেই গুরুতর অবসাদকে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন বেশীরভাগ। কিন্তু অভিশপ্ত শৈশবের সম্মুখীন হওয়া কেউই সহজে অবসাদ কাটিয়ে উঠতে পারেন না। যারা ছোট বেলায় যৌন নির্যাতনের শিকার হন তারা, যাঁদের ছোটবেলায় এই ধরনের কোনও ভয়াবহ অভিজ্ঞতা হয়নি তাদের থেকে ৯ মাস বেশি সময় নেন অবসাদ কাটিয়ে উঠতে।

যদিও এই রকম ঘটার যথার্থ কারণ ব্যাখ্যা করতে পারেননি, তবে তাঁরা অনুমান করেছেন ছোটবেলার এই ধরণের ভয়াবহ অভিজ্ঞতা হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিসের স্বাভাবিক ক্রমবিকাশের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে মানসিক চাপ কাটিয়ে ওঠার ক্ষমতা কমে যায়।

First Published: Saturday, January 11, 2014, 19:31


comments powered by Disqus