Last Updated: Wednesday, April 9, 2014, 23:29
ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের পরিচিত মুখ কল্কি কোয়চলিন। এবার প্রকাশ করলেন শৈশবে নিজেরই যৌনহেনস্থার শিকার হওয়ার কথা। এতদিন তিনি মুখ খোললনি কারণ এটা কোনও একদিনেক শিরোনাম তৈরির গল্প ছিল না। এ এক কঠোর বাস্তব যার সঙ্গে তাঁর ছোটবেলা কেটেছে।