Last Updated: May 28, 2014 08:50
দক্ষিণ কলকাতায় পথ দুর্ঘটনায় জখম হলেন তিনজন। গতকাল রাতে রুবী মোড়ের কাছে ভিআইপি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেল প্রকল্পের জন্য রাস্তার মাঝে থাকা ব্যারিকেডে ধাক্কা মারে একটি মোটরসাইকেল। ছিটকে পড়েন মোটরসাইকেলের তিন আরোহী।
বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পর পুলিস তিনজনকে উদ্ধার করে ভর্তি করে নিকটবর্তী হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের নাম পরেশ মুন্ডা, বাড়ি কসবা অঞ্চলে। অন্যজনের নাম অক্ষয় মণ্ডল। বাড়ি নোনাডাঙায়।
পুলিসের অনুমান, বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মোটরসাইকেলটি।
First Published: Wednesday, May 28, 2014, 08:53