মারিশদায় গণধর্ষণ কাণ্ডে ধৃতকে আদালতে পেশ

মারিশদায় গণধর্ষণ কাণ্ডে ধৃতকে আদালতে পেশ

মারিশদায় গণধর্ষণ কাণ্ডে ধৃতকে আদালতে পেশমারিশদায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধৃত রাজকুমার মাইতিকে আজ আদালতে তোলা হল। পাশাপাশি, সকালেই কাঁথি মহকুমা হাসপাতাল মেডিক্যাল টেস্ট করা হবে ওই ছাত্রীর।   

গতকাল পূর্ব মেদিনীপুরের মারিশদায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ, গতকাল পড়ে ফেরার সময় রত্নমালা গ্রামের বাসিন্দা ওই ছাত্রীকে ধর্ষণ করে স্থানীয় যুবক রাজকুমার মাইতি।। ছাত্রীটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিস। ধৃত রাজকুমার এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।

First Published: Thursday, October 18, 2012, 12:14


comments powered by Disqus