Last Updated: Monday, September 10, 2012, 23:16
আত্মহত্যা করতে দেহের কোথায় গুলি চালাবেন? মৃত্যুর আগে লটারি করে সেটাই স্থির করে নিলেন এক ইনটার্ন চিকিৎসক। কসবার আবাসনে উদ্ধার হয়েছে ওই যুবকের রক্তাক্ত দেহ। অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের গার্লস হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি।