প্রেমে প্রত্যাখিত হয়ে যুবতীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল প্রেমিক

প্রেমে প্রত্যাখিত হয়ে যুবতীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল প্রেমিক

প্রেমে প্রত্যাখিত হয়ে যুবতীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল প্রেমিকপ্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবতীর বাড়িতে ঢুকে মুখে অ্যাসিড ছুড়ে মারল যুবক। ঘটনা মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার সাঠাঙ্গা পাড়ার।

বেশ কিছুদিন ধরেই ওই এলাকার বাসিন্দা তৃতীয় বর্ষের এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল এলাকার যুবক উজ্জল মণ্ডল। ওই যুবতী প্রত্যাখ্যান করার বুধবার তাঁর বাড়িতে হানা দেয় সে। এরপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবতীর মুখে অ্যাসিড ছুড়ে মারে। মেয়েকে বাঁচাতে ছুটে আসেন মা। উজ্জল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তাঁর ওপরও। গুরুতর জখম অবস্থায় দুজনকে মালদহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

First Published: Saturday, February 22, 2014, 00:02


comments powered by Disqus