Last Updated: August 28, 2013 17:37

চিত্র সাংবাদিকের গণধর্ষণের পর এ বার অভিনেত্রীকে হেনস্থার ঘটনা ঘটল স্বপ্ননগরী মুম্বইয়ে। মুম্বই নগরীতে নারী সুরক্ষা নিয়ে নিয়ে আরও বড় প্রশ্ন উঠে গেল। টেলিভিশন সিরিয়ালে জনপ্রিয় নতুন মুখ লাভলিন কউর ও তাঁর বন্ধুকে হেনস্থা করল একদল দুষ্কৃতী।
অটো রিক্সা থেকে কউরের টাকার ব্যাগ ছিনতাই করে পালায় ছিনতাইকারীরা। লাভনিলের বন্ধু অটো রিক্সা থেকে নেমে তাড়া করে সেই ছিনতাইবাজ। তার `শাস্তি` হিসাবে টেলিসিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী ও তাঁর বন্ধুকে মারতে শুরু করে ছিনতাইকারীর সেই দলের তিনজন।
মার খাওয়ার পরই সাহায্যের জন্য চিত্কার করে ওঠেন সেই অভিনেত্রী। কিন্তু তাঁর সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। শেষ অবধি অবশ্য এক পুলিসকর্মীর সাহায্য পান লাভলিন। চোটও পান এই অভিনেত্রী। পুরো ঘটনার জন্য পুলিস দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে, একজন পলাতক।
First Published: Wednesday, August 28, 2013, 17:46