Last Updated: Wednesday, August 28, 2013, 17:37
চিত্র সাংবাদিকের গণধর্ষণের পর এ বার অভিনেত্রীকে হেনস্থার ঘটনা ঘটল স্বপ্ননগরী মুম্বইয়ে। মুম্বই নগরীতে নারী সুরক্ষা নিয়ে নিয়ে আরও বড় প্রশ্ন উঠে গেল। টেলিভিশন সিরিয়ালে জনপ্রিয় নতুন মুখ লাভনিল কউর ও তাঁর বন্ধুকে হেনস্থা করল একদল দুষ্কৃতী।