Adhir Chowdhury takes on Mamata on Sardha issue

মুখ্যমন্ত্রীর ছবি কিনেছেন সুদীপ্তই, দাবি অধীরের

সুদীপ্ত সেনই মুখ্যমন্ত্রীর ছবি কিনেছেন বলে দাবি করলেন অধীর চৌধুরী। তাঁর তোপ, পারলে মানহানির মামলা করুন, তখন প্রমাণ দেবেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কমিশনের পাশে দাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার গলাতেই সমালোচনার সুর।

কুণাল ঘোষকে বলতে দেওয়ার সুয়োগ দেওয়া হোক। সঠিকপথে তদন্ত হলে তৃণমূলের অর্দ্ধেক নেতাই জেলে থাকবেন। অভিযোগ অধীর চৌধুরীর।

নেতাই কাণ্ডে এতদিন কেন চুপ ছিল সিআইডি। কেনই বা ভোটের আগে গ্রেফতার। নিতাই কাণ্ডে সিআইডির গ্রেফতার নিয়ে প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তাঁর পাল্টা দাবি সারদা থেকে সিবিআই তদন্তের মুখ ঘোরাতেই সিআইডিকে সামনে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী। অধীর চৌধুরীর অবিযোগ সেই সারদা কাণ্ডে ইডির তদন্তে প্রথম থেকেই অসহযোগিতা করছে সিট।

First Published: Tuesday, April 29, 2014, 20:49


comments powered by Disqus