Last Updated: Thursday, June 12, 2014, 11:33
ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগে কোনওভাবেই বাধা দেওয়া যাবে না। জেলার বেশ কয়েকজন সভাপতির সঙ্গে বৈঠকে কার্যত এমনটাই জানিয়ে দিলেন মুকুল রায়। একইসঙ্গে তাঁর দাবি, সিন্ডিকেটের এই গণ্ডগোলের সঙ্গে তাঁর দলের কোনও নেতা কর্মীরা যুক্ত নন। তবে তাঁর দাবির সঙ্গে বাস্তব চিত্রের অমিল কতটা তা ভালো করেই জানেন দলের নেতারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বামেদের প্রধান দাবি ছিল, ঘরছাড়াদের ফেরানোর দায়িত্ব নিক প্রশাসন। বামেদের দাবি, এখনও কয়েক হাজার ঘরছাড়া ঘরে ফিরতে পারেননি। শেষপর্যন্ত বিরোধীদের চাপে ঘরছাড়াদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার বিধানসভায় অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, তপন দাশগুপ্ত সহ বেশ কয়েকজন জেলা সভাপতিকে ডেকে সেকথা জানিয়েও দিয়েছেন মুকুল রায়। একইসঙ্গে তাঁর নির্দেশ, প্রশাসনিক এই উদ্যোগকে সাহায্য করতে হবে সব জেলার নেতাদের।