বিজেপির উত্থানে ভয় পেয়ে কংগ্রেস সম্পর্কে সুর বদল মমতার, দাবি অধীরের

বিজেপির উত্থানে ভয় পেয়ে কংগ্রেস সম্পর্কে সুর বদল মমতার, দাবি অধীরের

বিজেপির উত্থানে ভয় পেয়ে কংগ্রেস সম্পর্কে সুর বদল মমতার, দাবি অধীরেরবিজেপির উত্থানে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেজন্যই তিনি কংগ্রেস সম্পর্কে সুর বদলাচ্ছেন । এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর । পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্তের জন্যও মুখ্যমন্ত্রীকেই দুষেছেন বহরমপুরের সাংসদ । তাঁর মতে,বিধানসভা নির্বাচনে রাজ্য পালাবদল ঘটলেও,তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি । ভোটারদের একটা বড় অংশ তাই বিজেপির দিকে ঝুঁকছেন । তবে খুব শিগগিরই নরেন্দ্র মোদীর প্রতি মানুষের মোহভঙ্গ হবে বলে আশাবাদী অধীর চৌধুরী ।

লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতা নিয়ে নতুন করে পর্যালোচনায় বসেছে কংগ্রেস । সোমবার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এ কে অ্যান্টনি । কী কারণে এমন পরিণতি,তার রিপোর্ট চেয়েছে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব ।

এবারের ভোটে পদ্ম ফুটেছে রাজ্যের বহু অঞ্চলে । মোদী-ঝড়ে উড়ে গিয়েছেন হেভিওয়েট প্রার্থী । চিন্তার ভাঁজ শাসকদল তৃণমূল কংগ্রেসের কপালেও । বিজেপির শক্তিবৃদ্ধিই মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে সুর নরম করতে বাধ্য করেছে বলে মনে করছেন অধীররঞ্জন চৌধুরী ।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তুঙ্গ জনপ্রিয়তা বেশিদিন টিঁকবে না বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর দাবি, রেলের ভাড়াবৃদ্ধির মতো অপ্রিয় সিদ্ধান্ত মানুষের মোহভঙ্গ ঘটাবে । এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন অধীর চৌধুরী ।

প্রদীপ ঘোষের মতো কিছু নেতা ইদানিং বিজেপিতে যোগ দিয়েছেন । তবে সে বিষয়টিকে আমল দিতে রাজি নন অধীর চৌধুরী । তাঁর মতে,এধরণের নেতারা দল ছাড়লে আদতে কংগ্রেসেরই লাভ ।

First Published: Monday, June 23, 2014, 20:30


comments powered by Disqus