তৃণমূল নেতা খুনের ঘটনায় আধীরের জামিনের আর্জির শুনানি আজ

আদালতে মামলার চাপে পিছিয়ে গেল অধীরের শুনানি

আদালতে মামলার চাপে পিছিয়ে গেল অধীরের শুনানিপিছিয়ে গেল অধীর মামলার শুনানি। আদালতে অনেক অন্য মামলা থাকায় পিছল শুনানি। পরবর্তি শুনানির দিন এখনও ঠিক হয়নি। মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনের ঘটনায় অধীর চৌধুরীর জামিনের আর্জি নিয়ে শুনানি হওয়ার কথা ছিল আজ।

এর আগে আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। শুনানির সময় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তৃণমূল নেতা কামাল শেখ হত্যার ঘটনায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর বহরমপুর জজ কোর্টে অধীর চৌধুরীর তরফে আগাম জামিনের আবেদন করা হয়। নয় অক্টোবর তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। 

গত ২৭ তারিখ বহরমপুরের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, "সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন মুখ্যমন্ত্রী।" রেল প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হলে রাজ্য অচল হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস নেতারা।

First Published: Tuesday, October 29, 2013, 15:01


comments powered by Disqus