Last Updated: Tuesday, October 29, 2013, 13:22
মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনের ঘটনায় অধীর চৌধুরীর জামিনের আর্জি নিয়ে শুনানি হতে চলেছে আজ। এর আগে আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। শুনানির সময় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তৃণমূল নেতা কামাল শেখ হত্যার ঘটনায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর বহরমপুর জজ কোর্টে অধীর চৌধুরীর তরফে আগাম জামিনের আবেদন করা হয়। নয় অক্টোবর তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত।