Last Updated: December 31, 2013 19:37

আড়ালে, আবডালে আলোচনা চলছিল। অন্তরঙ্গ দুজনকে দেখাও গেছে বহুবার একসঙ্গে। মিডিয়ার জল্পনাও ছিল তুঙ্গে। জল্পনা শেষ। শেষমেষ সাত পাকেই বাঁধা পড়তে চলেছেন রানী মুখার্জি। পাত্র আদিত্য চোপড়া। মুম্বইয়ের একটি জনপ্রিয় দৈনিকে এমনটাই দাবি করা হয়েছে।
পত্রিকায় জানানো হয়েছে ১০ ফেব্রুয়ারি পাকা হয়েছে বিয়ের দিন। বিয়ের অনুষ্ঠান হবে যোধপুরের উমেদ ভবনে। তবে এনিয়ে এখনই মুখ খুলতে রাজি হননি হবু পাত্র বা পাত্রী । মিডিয়া মহলের গুঞ্জন, কুছ কুছ হোতা হ্যায় থেকেই দুজনের পরিচয়। সেই পরিচয় থেকেই ঘনিষ্টতা। শেষে প্রেম। ছবছর ধরে প্রেমপর্ব চলেছে দুজনের। পরিচালক যশ চোপড়ার বড় ছেলে আদিত্য। সিনেমার সূত্রেই কেরিয়ারের নানা ওঠাপড়ায় রানীর পাশেই থেকেছে আদিত্য। আবার আদিত্যের মন্দ সময়েও সবার আগে ছুটে গেছে রানী। এবার পাকাপাকি ভাবেই রাজা আদিত্যর সিংহাসনের পাশেই বসতে চলেছে রানী।
First Published: Tuesday, December 31, 2013, 19:37