Last Updated: Wednesday, September 12, 2012, 18:00
মাত্র ৫ দিনেই ১০০ কোটির ব্যবসা করেও মধুরেণ সমাপয়েত্ হল না `এক থা টাইগার`-এর। বক্সঅফিসের সব রেকর্ড ভেঙেচুরে `এক থা টাইগার`-র যাত্রাপথ যতটা মসৃণ হবে বলে যশরাজ ভেবেছিলেন আদপে ততটা মসৃণ হল না। টানা একমাস রমরমিয়ে বক্সঅফিস কাঁপালেও শেষমেশ কপিরাইট বিতর্কে ফাঁসল `এক থা টাইগার`।