Last Updated: April 21, 2012 15:05

পুরুলিয়ার আদ্রা স্টেশনে দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার হল বিস্ফোরক। শনিবার সমরসত্তা এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩০টি জিলেটিন স্টিক এবং ৩০টি ডিটোনেটর। শামসুর রহমান নামে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। যাচ্ছিলেন রায়পুরে।
First Published: Saturday, April 21, 2012, 15:05