GELETIN STICK - Latest News on GELETIN STICK| Breaking News in Bengali on 24ghanta.com
আদ্রা স্টেশনে বিষ্ফোরক উদ্ধার

আদ্রা স্টেশনে বিষ্ফোরক উদ্ধার

Last Updated: Saturday, April 21, 2012, 15:05

পুরুলিয়ার আদ্রা স্টেশনে দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার হল বিস্ফোরক। শনিবার সমরসত্তা এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩০টি জিলেটিন স্টিক এবং ৩০টি ডিটোনেটর। শামসুর রহমান নামে ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। যাচ্ছিলেন রায়পুরে।