Last Updated: June 18, 2013 15:39

পারস্পরিক সম্মতিক্রমে দু`জন প্রাপ্ত বয়স্ক যদি নিজেদের মধ্যে সহবাস করেন সেক্ষেত্রে তাঁরা স্বামী স্ত্রী হিসাবেই গণ্য হবেন। আজ মাদ্রাস হাইকোর্টে এমনই রায় দিলেন বিচারপতি সিএস কারনান।
তিনি জানিয়েছেন দু`জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি নিজেদের যৌন সঙ্গমের প্রমাণ আদালতে পেশ করতে পারেন সেক্ষেত্রে তাঁদের এক জনকে আরেক জনের সঙ্গী অথবা সঙ্গীনি হিসাবে গণ্য করা হবে। তবে এবিষয়ে বিশেষ অবস্থার উল্লেখও করেছেন তিনি।
সিন্দুর, চুড়ি, মঙ্গলসূত্র শুধুমাত্র সমাজের চাপিয়ে দেওয়া কিছু চিহ্ন বলেও দাবি করেছেন তিনি।
২০০৯ সালে একটি মামলার রায় দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন তিনি।
First Published: Tuesday, June 18, 2013, 15:39